বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

 ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্রিকেটে যেমন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে হাইব্রিড মডেলে, হকিতে তেমন কোনো ছাড় মিলল না। ফলে কঠিন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হলো পাকিস্তান।




আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে পর্দা উঠতে যাচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপের। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাস আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে, শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।


পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, চিলি এবং সুইজারল্যান্ড। পাকিস্তান নাম তুলে নেওয়ায় তাদের জায়গায় কারা সুযোগ পাবে, তা এখনও জানায়নি আইএইচএফ। দ্রুত পরিবর্তিত দেশের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা খেলতে আসবে কি না, সেটা ওদের ব্যাপার। কিন্তু লম্বা সময় ধরে অপেক্ষা করা সম্ভব নয়।’ উল্লেখ্য, পাকিস্তান এশিয়া কাপ হকি খেলতে ভারতে না আসায় তাদের পরিবর্তে খেলেছিল বাংলাদেশ।



জুনিয়র হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। সংস্থাটির মহাসচিব রানা মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি যেন তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করে। ভারতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নিতে না পারা আমাদের হকির ক্ষতি করছে। যখন ভারতীয় ক্রীড়াবিদরাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে হাত মেলাতে চান না, তখন কীভাবে আশা করা যায় যে আমরা ভারতে গিয়ে খেলব?’

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post