ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪২) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ও তার মহুরি মজিবুর রহমান গুরুতর আহত হন।
রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট এলাকার মৌলভী ইসাহাক কাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি দলীয় কর্মসূচি শেষে কানাইপুরে মাগরিবের নামাজ আদায় করে তিনি সহকারী মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। বদরপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গেলে আরেকটি ট্রাকের নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মোসাদ্দেকের মৃত্যু হয়। আহত মজিবুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ ও সদর উপজেলা আমির মাওলানা জসীমউদ্দিন হাসপাতালে ছুটে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘মোসাদ্দেক আহমেদ বশির মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে শহরের দিকে যাচ্ছিলেন। বদরপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment