সোনার মজুত সবচেয়ে বেশি এশিয়ার যে দেশটিতে

 সোনা শুধু অলঙ্কার নয়, বরং বিনিয়োগের বিশ্বস্ত স্থান। প্রতিদিনই রেকর্ড গড়ছে সোনার দাম। বিশ্বব্যাপী এই হলদে ধাতুর চাহিদা দেখার মতো। এশিয়ার কোন দেশের কাছে আছে সবথেকে বেশি সোনা জানেন?



সোনার ভাণ্ডারের পরিমাণ অনুযায়ী এশিয়ায় সবথেকে বেশি সোনা মজুত রয়েছে চিনে। লাল ড্রাগনের দেশে রয়েছে প্রায় ২,২৯৯ মেট্রিক টন সোনা। চিনের অর্থনীতিতেও সোনার গুরুত্ব অনেক।


সোনা মজুতের পরিমাণে তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। এ দেশে সোনার কদর সমস্ত ধাতুর থেকে সবচেয়ে বেশি। উৎসবে, অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন এ দেশে বরাবরই রয়েছে। আর্থিক পরিস্থিতি অনুযায়ী যে কোনও শ্রেণির মানুষের কাছেই দারুণ প্রিয় সোনা। অলঙ্কারের মাধ্যম হিসেবে সোনাই সবথেকে প্রিয়। এরকম সোনা প্রেমী দেশে মজুত ৮৮০ মেট্রিক টন সোনা।


চিন ও ভারতের পরেই জাপানের স্থান। সে দেশে মজুত রয়েছে ৮৪৬ মেট্রিক টন সোনা।


সোনার মজুতের হিসাব অনুযায়ী এর পরেই আসে পশ্চিম এশিয়ার দেশগুলির নাম। তার মধ্যে সোনার ভাণ্ডারের পরিমাণ অনুযায়ী সবথেকে ধনী তুরস্ক। সে দেশে ৬৩৫ মেট্রিক টন সোনা রয়েছে।


তাইওয়ানও সোনা মজুদের পরিমাণে খুব পিছিয়ে নেই। আয়তনে ক্ষুদ্র এই দেশেও রয়েছে ৪২৪ মেট্রিক টন সোনা।


সপ্তম স্থানে রয়েছে খনিজ তেলের বাদশা সৌদি আরব। সে দেশেও প্রচুর পরিমাণে মজুত রয়েছে সোনা।


আরও পড়ুনঃ যুবদল নেতার নেতৃত্বে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পলাতক আসামি

সোনার তালিকায় অষ্টমে রয়েছে কাজাখস্তান। এই দেশে ৩০৬ মেট্রিক টন সোনা মজুদ রয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post