বিএনপি থেকে মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক

 জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ত্রয়োদশ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (০৩ নভেম্বর) ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে।



ধানের শীর্ষ নিয়ে নির্বাচন করতে যাওয়া সম্ভাব্য এই ২৩৭ প্রার্থীর মধ্যে ক্রীড়ার সবচেয়ে বড় মুখ দুজন। তারা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার আমিনুল হক এবং সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।


আরও পড়ুনঃ ১৫ টি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

সাবেক তারকা ফুটবলার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিএনপির মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৬ আসনে। তিনি বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক। আমিনুল হক দেশের ফুটবলের সেরা গোলরক্ষকদের একজন। অন্যদিকে, সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা-৩ আসন থেকে।


খেলোয়াড়ি জীবনে আমিনুল হক ছিলেন বাংলাদেশের গর্ব। গোলবারের নিচে তার প্রতিটি ডাইভ ছিল যেন একেকটি প্রার্থনা- বাংলাদেশের জয়। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে তার অসাধারণ গোলরক্ষার কল্যাণেই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়। সেই ঐতিহাসিক মুহূর্তে তিনি শুধু একজন ফুটবলার নন, ছিলেন গোটা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক।


আরও পড়ুনঃ গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, রাষ্ট্রের পদ ছাড়বে কিভাবে : বিএনপি নেত্রী নিলুফা

ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হন আমিনুল হক। প্রথমে বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দলের নেতৃত্বে যুক্ত হন। এরপর দায়িত্ব নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে। বর্তমানে তিনি সেই শাখার আহ্বায়ক।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post