আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

 মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রা‌তে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের মতোই মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বাজার, হাট, বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে। টহল চলাকালে একাধিক মামলার আসামি মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুনঃ পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা, নিহত ব্যক্তির চাঞ্চল্যকর পরিচয় ফাঁস

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ‘গ্রেপ্তার মুরাদ হাওলাদারের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলার তদন্ত চলমান। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post