আমাকে দিয়ে নির্বাচন করাতে হলে তিন আসন থেকে মনোনয়ন দিতে হবে

 মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কুমিল্লার লালমাই বালুর মাঠে কুমিল্লা ৯ আসন( সদর দক্ষিণ, লালমাই ও মহানগর দক্ষিণের ১৯-২৭ ওয়ার্ড) পুনর্বহালের দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব ক


থা বলেন তিনি।


কুমিল্লা ৯ আসন পুনর্বহালের জন্য দীর্ঘদিন দাবি করে যাচ্ছেন মনিরুল হক চৌধুরী। নির্বাচন কমিশনকে কয়েক দফা চিঠিও দিয়েছেন। মনিরুল হক চৌধুরী কুমিল্লা ৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।


সম্প্রতি কুমিল্লা ১১ আসন হিসেবে সদর দক্ষিণ উপজেলার সঙ্গে চৌদ্দগ্রাম উপজেলাকে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাকসাম ও লালমাই উপজেলাকে নিয়ে কুমিল্লা -৯ আসন ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তার অনুসারী বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন।


আরও পড়ুনঃ এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

দীর্ঘ বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, ২০০৮ সালে ভোটে জিতেছি আমি। কিন্তু এরশাদ সাহেব রাষ্ট্রপতি হওয়ার লোভের কারণে আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছিল। ২০১৪ সালে এই ভোটকেন্দ্রে যেতে পারিনি। ২০১৮ সালে কামাল সাহেব রাতে ব্যালট বাক্স ভরে রেখেছেন।


আর এখন বাধা দেয় কারা? এখন নাকি ১১ আসন সদর দক্ষিণ আর চৌদ্দগ্রাম একসাথে করা হয়েছে। লালমাইকে লাকসামের সঙ্গে করা হয়েছে। যারা এই ষড়যন্ত্র করছেন, তাদের একমাত্র লক্ষ্য মনির খেদাও। আমাকে খেদাতেই এ আসন নিয়ে এত ষড়যন্ত্র।


আরও পড়ুনঃ আন্দোলনরত দলগুলোকে দাবি-দাওয়া নিয়ে জনগণের কাছে যেতে বললেন আমীর খসরু

তিনি বলেন, ২০০৮ সালে কুমিল্লা শহর থেকে নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়া আমার হাতে মনোনয়ন দিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন সেখান থেকেই করব। কিন্তু পেরুল (লালমাই উপজেলার একটি ইউনিয়ন) যাওয়ার পরে মুরুব্বিরা ডেকে বলে- ও চৌধুরী আপনাকে দেখে আমরা লাকসাম সদর দক্ষিণ হয়েছি, আপনি নাকি শহরে চলে যান? তখন আমি তাদের বললাম আমি শহরে যাবো না।


সেদিন নির্বাচন করি নাই, ১৫ বছর বিএনপিও করতে পারি নাই। এখন আমার কাছে প্রস্তাব আছে কেউ বলে লালমাই ছেড়ে নির্বাচন করেন, সদর দক্ষিণ ছেড়ে নির্বাচন করেন। কেউ বলে চৌদ্দগ্রামের সাথে করেন। আমি আবেগে সিদ্ধান্ত নিতে পারব না। সিদ্ধান্ত দল নেবে আমি কোথায় করবো কি করবো না। তবে একটি কথা পরিষ্কার যদি আমার এলাকা তিন ভাগ হয়, আমাকে দিয়ে ইলেকশন করাতে হলে ৩ আসন থেকে মনোনয়ন দিতে হবে। যদি দুই ভাগ হয়, যদি বঙ্গোপসাগরের সাথেও হয় সেখান থেকে হলেও আমি আমার এই তিন অংশের কোন ভাগকে বাদ দিয়ে নির্বাচন করতে সম্মত হব না।


আরও পড়ুনঃ মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন আমি আমার বক্তব্যে তিন আসন থেকে মনোনয়ন চাইব দল থেকে, সেটিই বুঝাতে চেয়েছি।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post