বড় পতনের মুখে স্বর্ণের দাম

 বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছরে আরেক দফা সুদের হার কমাবে কি না এই অনিশ্চয়তার কারণে শুক্রবার (১ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ হ্রাস পায়।



মার্কিন সময় দুপুরে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৪,০০১ দশমিক ৭৪ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ কম। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৩,৯৯৬ দশমিক ৫ ডলারে স্থির হয়।


তবে পুরো অক্টোবর মাসে স্বর্ণের দামে এখনো ৩.৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে প্রতি আউন্স ৪,৩৮১ দশমিক ২১ ডলার স্পর্শ করেছিল।


এদিকে, মার্কিন ডলার সূচক বর্তমানে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি অবস্থান করছে। ফলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। যদিও বছরজুড়ে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।


অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। শুক্রবার রুপার দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪৮ দশমিক ৭৩ ডলার। প্লাটিনামের দাম ১.৭ শতাংশ কমে হয়েছে ১,৫৮৩ দশমিক ৪১ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ হ্রাস পেয়ে নেমে এসেছে ১,৪৪০ দশমিক ০২ ডলারে।


বিশ্লেষকরা বলছেন, ফেডের সুদের হার সিদ্ধান্ত ও ডলারের শক্ত অবস্থানই মূলত স্বর্ণবাজারে সাম্প্রতিক এই মন্দার কারণ। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা এখনো স্বর্ণের দিকেই রয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post