আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় নিজেদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীবাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারুণ্য, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে। তবে কৌশলগত কারণে কয়েকটি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি।
তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনে যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, ঢাকার বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ‘গ্রীন সিগন্যাল’ পেয়েছেন।
দলীয় একটি সূত্র জানায়, “যোগ্য, মেধাবী ও গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজপথে যারা ছিলেন, তাদের মূল্যায়নই এবার মূল লক্ষ্য।”
ঢাকার আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থী তালিকা
ঢাকা-২: আমানুল্লাহ আমান
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৫: নবিউল্লাহ নবী (সিনিয়র যুগ্ম আহবায়ক, মহানগর বিএনপি)
ঢাকা-৮: মির্জা আব্বাস
ঢাকা-৯: আফরোজা আব্বাসের পরিবর্তে হাবিবুর রশিদ হাবিব (এক পরিবারে একজন প্রার্থী নীতি অনুযায়ী)
ঢাকা-৪: তানভির আহমেদ রবিন (দক্ষিণ বিএনপি সদস্য সচিব)
ঢাকা-৬: ইশরাক হোসেন (সাদেক হোসেন খোকার পুত্র)
ঢাকা-১৪: মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সাঞ্জিদা ইসলাম তুলি (সবচেয়ে আলোচিত নাম)
ঢাকা-১৬: আমিরুল ইসলাম (উত্তর মহানগর আহবায়ক)
জোটের জন্য ছাড়
ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ
ঢাকা-১৭: বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ঢাকা-৭: আলোচনায় গণফোরামের সুব্রত চৌধুরী
দলীয় সূত্র বলছে, এটি শুধু বিএনপির নির্বাচন নয়, বরং জনগণের আন্দোলনের ধারাবাহিকতা। তাই প্রার্থীবাছাইয়ে জনগণের সঙ্গে সম্পর্ক, সামাজিক সম্পৃক্ততা এবং এলাকার গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এক কেন্দ্রীয় নেতা বলেন, “জোটের জন্য কিছু আসন ছাড়তে হলেও রাজনৈতিক সমীকরণ হিসেবেই সেটি করা হচ্ছে। দলের নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধভাবেই মাঠে থাকবে।”
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment