রাতের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

 দেশের ছয় জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।



শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।


আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বিকেল ৫টার মধ্যে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে।


আরও পড়ুনঃ উপকূল পাড়ি দিচ্ছে গভীর নিম্নচাপ, বন্যা হতে পারে যে ৬ জেলায়

ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে সম্ভব্য বৃষ্টিপাত নিম্নরূপ :


সিলেট বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ, সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী কোনো কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।


আরও পড়ুনঃ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কি.মি. গতিবেগে ধেয়ে আসছে নিম্নচাপ, যা জানা গেল

ময়মনসিংহ বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় নেত্রকোনা জেলার কোনো-কোনো উপজেলার ওপরে বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।


রংপুর বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সীমান্তবর্তী কোনো কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির আশংকা অপেক্ষাকৃত বেশি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার ওপরে।


রাজশাহী বিভাগ : সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার ওপরে।


আরও পড়ুনঃ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কি.মি. গতিবেগে ধেয়ে আসছে নিম্নচাপ, যা জানা গেল

ঢাকা বিভাগ : আজ টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্য জেলাগুলোর ওপরে বিকাল ৩টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


খুলনা বিভাগ : কুষ্টিয়া, মেহেরপুর জেলা এবং এছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বরিশাল বিভাগ : সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


চট্রগ্রাম বিভাগ : সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post