ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থীকে গণসংযোগ করতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশকে ১০টি সাংগঠনিক বিভাগে ভাগ করে প্রার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তালিকা করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।
সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের খসড়া তালিকা তৈরির কাজ শেষ করেছে বিএনপি। সাংগঠনিক বিভাগ অনুযায়ী চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জ্যেষ্ঠ পাঁচ নেতার সমন্বয়ে গঠিত হয়েছে নির্বাচনী সেল। অন্তত ২৫০টি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে।
জ্যেষ্ঠ নেতারা জানান, প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন। তবে অনেককেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি সবুজ সংকেত দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘প্রার্থী বাছাই তো অনেক দিন ধরেই চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মাঠ থেকে বিভিন্ন সোর্সে রিপোর্ট নিয়েছেন। এগুলোর ভিত্তিতেই তিনি মার্কিং করেছেন। আমার মনে হয় না, খুব বেশি সময় লাগবে জাতির কাছে আমাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করতে।’
দলের আরেক জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অতীতে আমাদের যে ট্রেডিশন ছিল, সেটা হলো মনোনয়নপত্র যেদিন সাবমিট করা হতো, তার ৩–৪ দিন আগে আমরা এই লিস্ট ঘোষণা করতাম। কিন্তু এখন বিশেষ পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব আমরা মনোনয়ন ঘোষণা করব।’
কয়েক স্তরে সাজানো হচ্ছে প্রার্থী তালিকা। জটিল আসনগুলোতে একাধিক প্রার্থীর নাম রাখা হচ্ছে। শেষ মুহূর্তে কাকে বাদ দেওয়া হবে, তা নির্ভর করছে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সাক্ষাৎকার নিচ্ছি, কারণ আসনভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। তাদের সঙ্গে কথা বলে, আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে— সেটি নিশ্চিত করতেই আমাদের সাক্ষাৎকার নিতে হয়।’
১০০ আসনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে এসব আসনে একক প্রার্থী নিশ্চিত করতে প্রার্থীদের সঙ্গে কথা বলছেন জ্যেষ্ঠ নেতারা।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment