ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে যদি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয়, তাহলে দলটির লাখ লাখ সমর্থক সেই নির্বাচন বয়কট করবে।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না। আমরা এখনো আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাব।
শেখ হাসিনা জানান, তার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনি বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে। এমন পরিস্থিতিতে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন
তবে তিনি বা তার ঘনিষ্ঠ কেউ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরিতে কোনোভাবে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।
শেখ হাসিনা আরও জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক, সেই সরকারের সময়ে তিনি দেশে ফিরবেন না। তার ভাষায়, আমরা না থাকলে সেই সরকারের কোনো গণভিত্তি থাকবে না। আমি আপাতত ভারতে অবস্থান করব।
মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগের মধ্যেও শেখ হাসিনা ২০২৪ সালের নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন। তবে সেই নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বর্জন করেছিল। অনেক নেতা তখন জেলে বা নির্বাসনে ছিলেন।
পনের বছর একটানা ক্ষমতায় থাকার পর পদচ্যুত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment