রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ উইকেটে লঙ্কাবধ করলো বাংলাদেশ

 এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলো বাংলাদেশ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস।



ব্যাট করতে নেমে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে তুলে ১৬৮ রান। লঙ্কান এই অলরাউন্ডার ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বলে অপরাজিত থাকেন ৬৪ রানে। তাতে ছিল ৩টি চার ও ৬টি ছক্কার মার!


শুরুটা যেমন দারুণ ছিল শ্রীলঙ্কার, শেষটাও ছিল অসাধারণ। ওপেনিং জুটিতেই পাওয়ার প্লেতে ৪৪ রান যোগ করেছিলেন নিসাঙ্কা ও কুশল। নিসাঙ্কার আউটের পর কুশলও দ্রুত ফিরলে মাঝ ইনিংসে পথ হারিয়ে বসে তারা। পরে প্রমোশন পেয়ে ব্যাট করতে নামা শানাকার ঝড় ম্যাচে ফেরায় তাদের।


অপরদিকে, বল হাতে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন মোস্তাফিজ। তার কারণে শেষ দিকে রান পায়নি লঙ্কান দল। ২০ রানে নেন ৩ উইকেট। মাঝের দিকে লঙ্কানদের বিপদে ফেলেন অফস্পিনার মেহেদী হাসান। ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন। শুরুর জুটি ভাঙা তাসকিন ৩৭ রানে নেন একটি উইকেট। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন শরিফুল ইসলাম। কোনও উইকেট না পেলেও খরচ করেন ৪৯ রান।


জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ওপেনার সাইফ হাসানের ৪৫ বলে ৬১ রানের ঝড়ো তান্ডবে শুরুতেই থমকে যায় লঙ্কানরা। ২ উইকেট পড়ে যাওয়ার পর আবার হাল ধরেন তাওহীদ হৃদয়। মাত্র ৩৭ বলে ৫৮ রান করে এগিয়ে দেন অনেকখানি।


আরও পড়ুনঃ প্যানেলে জায়গা হয়নি, স্বতন্ত্র লড়বেন ছাত্রদলের মামুন

তবে ম্যাচের শেষ ওভারে আসে টানটান উত্তেজনা। শুরুতেই চার মেরে কাজটা সেরে ফেলছিলেন জাকের আলী। তাতে মনে হচ্ছিল জয়টাও বুঝি সহজেই চলে আসবে। তবে তা এল না। স্কোর সমতায় রেখে জাকের বিদায় নিলেন ছক্কা হাঁকাতে গিয়ে। এর এক বল পর শেখ মাহেদিও যখন বিদায় নিলেন, তখন মনে হচ্ছিল ৯ বছর আগের বেঙ্গালুরুর দুঃস্বপ্ন বুঝি ফিরে আসছে দুবাইয়ে। তবে নাসুম আহমেদ সেটা হতে দেননি। একটা রান নিয়ে নিলেন। আর তাতেই বাংলাদেশ তুলে নিল ৪ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়।


আরও পড়ুনঃ ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৭ সদস্য

এর আগে, গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। আর আজকের জয়ের পর সুপার ফোরের শুরুটাও হলো দুর্দান্তভাবে।


সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৫ ওভারে ১৬৯/৬ (শামীম ১৪*, নাসুম ১*; তানজিদ ০, লিটন ২৩, সাইফ ৬১, হৃদয় ৫৮, জাকের ৯, মেহেদী ০)


শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৩*, ওয়েল্লালাগে ০*; নিসাঙ্কা ২২, মেন্ডিস ৩৪, মিশারা ৫, পেরেরা ১৬, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২)

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post