দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। ওই নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়া নেতারা হলেন- বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার (নয়ন), সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ, যুগ্ম-বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্টো) ও সদস্য মো. মোস্তফা কামাল।
আরও পড়ুনঃ কেমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান জানালেন :প্রধান উপদেষ্টা
দলীয় সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশ পাওয়া ওই নেতারা সম্প্রতি একে অপরের বিরুদ্ধে বিষোদগার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয়সহ দুই একজনের পরিবারের সদস্য মাদকসেবন ও বিক্রি সংশ্লিষ্ট কাজে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে চিরাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এসব নেতারা দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মোবাইল ফোনে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ। নোটিশের কপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ডাকসু ও জাকসু নির্বাচন শিক্ষা দিয়েছে রাজনীতিতে দম্ভের পতন অনিবার্য: রুহুল আমিন হাওলাদার
এ ব্যাপারে নোটিশ পাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, কারণ দর্শানোর নোটিশের কপি এখনো হাতে পাননি। তবে বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে যথাযথ ব্যাখ্যা দেওয়া হবে।
জানতে চাইলে চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ উজ্জ্বল বলেন, এলাকার একটি পক্ষ মাদক কারবার এবং জুয়া খেলাসহ নানান অপরাধে জড়িয়ে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার, ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধনও করা হয়েছে। মানববন্ধন ও গণস্বাক্ষর নিয়ে এলাকার লোকজন মাদকের বিরুদ্ধে অভিযোগ করায় প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি এর প্রতিবাদ জানাই।
Post a Comment